Skip to content

গাঁয়ের পথে আলোক ঝরে

গাঁয়ের পথে আলোক ঝরে
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের পথে আলোক ঝরে
প্রভাতে সূর্য উঠে,
তরুর শাখে পাখিরা ডাকে
বাগানে ফুল ফুটে।

প্রভাত পাখি উঠলো ডাকি
বট গাছের পাশে,
নীল গগনে পাখনা মেলে
সাদা বলাকা ভাসে।

মাটির ঘরে খাটিয়া পরে
আছে বসে তোতন,
সকাল হলে পড়তে বসে
করে না জ্বালাতন।

আঙিনা মাঝে চড়ুই নাচে
কাকেরা জোরে ডাকে,
মাটির ভাঁড়ে খেজুর গুড়ে
সুগন্ধ আসে নাকে।

চায়ের কাপে সবাই চায়ে
চুমুক দিতে চায়।
মাটিতে পড়া আখের গুড়
মাছিরা সব খায়।

রাঙা মাটির সরান দিয়ে
কৃষক চলে মাঠে,
পূব আকাশে অরুণ হাসে
অজয় নদীর ঘাটে।

মন্তব্য করুন