Skip to content

গল্প : লাল হিরা, পর্ব : ২ লিখেছেন : মোঃ হাসিবুল হাসান হিমেল

  • by

গোয়েন্দা : আপনার ছেলে কোথায় ?

চৌধুরী সাহেব : কলেজে গিয়েছে।

গোয়েন্দা : আপনার ছেলের ঘরে আমাকে নিয়ে যান।

চৌধুরী সাহেব : আসুন। এই আমার ছেলের ঘর।

গোয়েন্দা : এই ঘর সার্চ করে দেখব।

চৌধুরী সাহেব : আপনি কি ভাবছেন হিরাটি আমার ছেলে নিয়েছে। তাহলে ভুল ভাবছেন।

গোয়েন্দা : আপাতত ভাবছি না।
তারপর গোয়েন্দা পুরো ঘর সার্চ করে দেখল। তেমন কিছুই পেল না। দেখতে দেখতে রাত হয়ে গেল। তিনি চলে গেলেন। তিনি রাতে অনেক ভেবেছেন, হিরা কোথায় থাকতে পারে। হঠাৎ তার মনে পরল, জোনাইদের একটি শার্টের পকেটে বক্সের মতো কিছু দেখতে পেয়ে ছিল। পরের দিন তিনি আবার এসে দেখলেন বক্সটি নেই। তিনি দেখলেন আলমারির লকারের তালার চাবি ঝোলানো। লকারটি খুলে দেখলেন তেমন কিছুই নেই। হঠাৎ তিনি দেখতে পেলেন একটি বক্স। সেই বক্সটি সংখ্যা দিয়ে লক করা। তিনি অনেক চেষ্টা করেও খুলতে পারলেন না। তিনি ভাবলেন নামের সংখ্যা দিয়ে হতে পারে। তিনি ভাবলেন Jonayed এই নামের সংখ্যা J=10, o=15, n=14, a=1, y=25, e=5, d=4. সংখ্যাটি দাড়াল, 10151412554। তিনি দেখলেন মাত্র ৫ ঘর বিশিষ্ট সংখ্যা। তিনি প্রথম ৫ টি সংখ্যা 10151 এটি দিয়ে খোলার চেষ্টা করল, কিন্তু খুলল না। তিনি আবার শেষ থেকে ৫ টি সংখ্যা নিলেন, তাতেই লকটি খুলে গেল। তিনি দেখলেন বক্সটিতে কিছুই নেই। শুধু লেখা I love you Fiha. তিনি মনে করলেন জোনাইদের গার্লফ্রেন্ড। তিনি কাগজটি আলতো করে তুলে দেখলেন আরেকটি বক্স। তাতেও লক করা। তিনি মনে করলেন Fiha এই নামের সংখ্যা F= 6, i= 9, h=8, a=1. তাহলে সংখ্যাটি হলো 6981। কিন্তু লক ৫ ঘর বিশিষ্ট। তারপর জোনাইদের নামের সংখ্যায় মাঝখানের একটি সংখ্যা বাদ পরেছিল। সেই সংখ্যা শেষে বসিয়ে দিল। তাতেই লক খুলে গেল। তিনি দেখলেন বক্সটিতে সেই হিরাটি। তারপর তিনি হিরাটি চৌধুরী সাহেবকে দিয়ে চলে গেলেন।

শেষ !

মন্তব্য করুন