Skip to content

গল্প : লাল হিরা, গোয়েন্দা গল্প, পর্ব : ১ লিখেছেন, মোঃ হাসিবুল হাসান হিমেল

  • by

বাংলাদেশের রংপুরে একটি বড় জুয়েলারি মার্কেট আছে। তার মালিক রংপুরের একজন ধনী ব্যক্তি মোঃ আবুল কালাম আজাদ চৌধুরী। তার মার্কেটের ম্যানেজার ১০টি হিরার অর্ডার দিয়েছিলেন। তার মধ্যে ৯টি হিরা ঠিকঠাক ছিলো। কিন্তু একটি হিরা লাল ছিল। তিনি চৌধুরী সাহেবকে ডাকলেন। তিনি একজন হিরা বিশেষঙ্গ লোককে দিয়ে পরীক্ষা করাল। তিনি বললেন, হিরাটি একদম আসল। এই হিরার মূল্য অন্যান্য হিরার চেয়ে অনেক বেশি। চৌধুরী সাহেব হিরাটি বিক্রি করলেন না। তিনি সেটি তার বাড়িতে নিয়ে গেলেন। বাড়ির সবাই দেখে বলল,হিরা খুব সুন্দর। তার ছেলে জোনাইদের হিরাটি দেখে লোভ হলো। সে রাতে হিরাটি চুরি করল। পরের দিন চৌধুরী সাহেব দেখে হিরাটি নেই। সবাই খুব চিন্তায় পরল। অনেক খুজেও পেল না। তারপর তিনি একজন দক্ষ গোয়েন্দাকে ডাকলেন। গোয়েন্দা তার বাড়িতে এলো।
গোয়েন্দা : আপনি হিরাটি কোথায় রেখেছিলেন ?
চৌধুরী সাহেব : আলমারিতে রেখেছিলাম।

গোয়েন্দা : আপনি আলমারির চাবি কোথায় রেখেছিলেন ?

চৌধুরী সাহেব : আমি চাবি বালিশের নিচেই রাখি।

গোয়েন্দা : দিনের বেলায় চাবি কোথায় রাখেন ?

চৌধুরী সাহেব : আমার নিজের কাছে থাকে।

গোয়েন্দা : আপনি হিরাটি শেষ কখন দেখেছিলেন ?

চৌধুরী সাহেব : রাতে শোয়ার আগে।

গোয়েন্দা : এই হিরার প্রতি কি কেউ বেশি উৎসাহিত ছিলো ?

চৌধুরী সাহেব : কই কেউ না তো। তবে আমার ছেলে একটু বেশি এই হিরার বিষয়ে জানতে চেয়েছিল।

মন্তব্য করুন