Skip to content

গল্প: অলৌকিক কুকুর পর্ব – ১ লিখেছেন – মোঃ হাসিবুল হাসান হিমেল

  • by

বাংলাদেশের উত্তরবঙ্গের একটি জেলা নিলফামারী। সেখানে মেঘনা ফরেস্ট নামে একটি বন আছে। সেই বন আগে খুব সুন্দর ছিল। এখন এই বনের বন অফিসার ও তার সাঙ্গ – পাঙ্গরা মিলে রাতে চুরি করে গাছ কাটছিল। এই সময় একটি কুকুর তাদের দেখে ফেলল। কুকুরটি বলল, তোমরা এভাবে গাছ কাটছো কেন ? আমি পুলিশকে বলে দেব। তারা তো অবাক, কুকুরটি কথা বলছে। তারা কুকুরকে মেরে ফেলল। সেই বনের পাশে কয়েকটি বাংলো ছিল। একজন গোয়েন্দা সেখানে বেড়াতে এলো। তিনি রাতে ঘুমাচ্ছিলেন। সেই মরে যাওয়া কুকুরের আত্না বাংলোর পাশে একটি গাছের নিচ থেকে জরে জরে ভুক – ভুক করে ডাকছিল। তারপর গোয়েন্দার ঘুম ভেঙে গেল। তিনি জানালার পাশে এসে দেখলো কুকুরটি তার দিকে তাকিয়ে ডাকছে। গোয়েন্দা বাড়ির চাকরকে ডেকে বলল, এই কুকুরটি এভাবে ডাকছে কেন ? চাকর বলল, কোথায় আমিতো কোনো কুকুরের ডাক শুনতে পাচ্ছি না। তিনি রেগে বলল, আমিতো ঠিকই শুনতে পাচ্ছি। তুমি কি কালা হয়ে গেছ নাকি ? জানালার পাশে এসে দেখ।

মন্তব্য করুন