Skip to content

খেলতে নেমেছে সুদীপ ব্যানার্জী

ক্ষমা জমা সব রাত্রির পাশে
জেগে বসে একা পাশে
দু মুঠো খিদেটুকু শুধু পায়

তবু আলপিনে মাথা রেখে
সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে
সন্ধ্যেরা নেমে আয়

বুকে রেখে হাত থাবা মেরে
এক দমকায় জন্তুরা ধমকায়
গাঙচিল দেখে পুবে রঙীণ প্রভাত
স্রোতের আবেগ উড়ে উড়ে যায়

আলো যেন আজও ছোঁয়াছুঁয়ি খেলে
চলে যাবে বিকেল বেলায়

আলো আমার আলো ওগো
আলোই ছুঁলাম না
তোমার জন্য কাল দুপুরে
খুলে ছিলাম জানলা
ওগো তুমি এমনি হেসো না
চোখের জলে আমি
ভিজতে পারি না
তুমি এমনি করে একলা আমায়
ভিজিয়ে দিও না

ভিজলে ভিজুক কাগজ থেকে
কাজল কালো মেয়ে
এগিয়ে থেকে মিছিল দেখে
কান্না ভরা মেঘটি নাড়িস না

বদখত সব স্বপ্নরা
কেউ শুতে নিল না

ও আলো তুই একলা থাকিস না

একলা আমার খেলা
আমি বুঝতে পারি নি
সহজ ভাবে কেউ নেবে না
ভাবতে পারি নি
জটিল করে সরল জীবন
তুই অংক পারিস না
এ জীবনে ও মেয়ে
তুই আলো দেখিস না

হিসাব তবে নিতেই হবে
অন্ধকার তো খনিও
একলা থেকো আলো
তুমি সোহাগ ভরিও

সোহাগ সোহাগ চাইছে কে
এই মেয়ে তোর ঘুম কি ভেঙেছে

দোল দোল দুলুনি
আলো তো আর আসে নি

রোদের মুখে ধর্ষিতা তুই
ঘোমটা টেনে দে

রোদের মুখে ধর্ষিতা
তুই ঘোমটা টেনে দে

আলো আবার আমার সাথে
খেলতে নেমেছে

আলো আবার আমার সাথে
খেলতে নেমেছে

মন্তব্য করুন