Skip to content

খেদোক্তি

  • by

বুকে বিপণন বানিজ্য মুখে স্তূতি,
যোগ্যতায় ঠিক আসেনা-
তাই বুঝি কেউ ভালবাসেনা।
তা না বাসুক।
মনের কথা পারিনা বলতে
ঘুরিয়ে প্যাচানো শৈলিতে।
যা বলার বলে ফেলি অকপটে,
তাতেই বিপত্তি ঘটে।
ঝুলবারান্দায় সন্ধ্যাতারা ওঠে,
আনাচকানাচ বিজাতি ফুল ফোটে।
সরগরম পাড়া।
যাবার বেলা চোখের জলে
যে হাড়ি ভাত রাঁধে।
যাবার বেলা ছিকার সুতায়,
মনটাকে যে উঁচু করে বাধে।
পোষা বিড়ালের আস্ফালন
পায়না নাগাল তার।
পথের ধারে খোড়া কুকুরের ক্রন্দন।
বিশ্বাসে কালি জমায় অশুভ ক্ষণ।
সাত সকালে পাড়ার মোড়।
দেখছে সহাস্যে দিগম্বর।
দেখছে সমঝদার নির্মোহ
এক বৈকল্য মন।
আশক্ত পুরুষাঙ্গ তার
ঘুরে আছে পূর্বকোণ। পরস্ত্রী দিচ্ছে ছুট,
ছুটছে নিয়ে লাজ আড়ম্বর।
মন কে বলি শুন রে শুন,
ঘুমন্তকে জাগিয়ে তুলে-
সখেদে করিসনে মৈথুন।

মন্তব্য করুন