Skip to content

খুকুমনি

ছড়াঃ খুকুমনি
হাকিকুর রহমান

আয়রে খুকু ঘরে আয়
মাঠে খেলে দখিন বায়,
সাতটা কাকে দাঁড় বায়
ধেড়ে শেয়াল কি গান গায়।

কুঁচে মুরগী নড়ে চড়ে
তিন গন্ডা ডিম পাড়ে,
টিনের ছাঁদে ঢিল পড়ে
ভয়েতে প্রাণ রয়না ধড়ে।

বুড়ো শকুন তাল গাছে
মাঠের দিকে চেয়ে আছে,
মরা গরু নেইতো কাছে
খেতে হবে শাঁকে মাছে।

ঝিকু ঝিকু রেলের গাড়ি
যাবা নাকি মামার বাড়ি,
খেতে পাবা রসের হাড়ি
নেইতো কোন কাড়া কাড়ি।

পরিপাটি করো কেশ
লাগবে তাতে আরও বেশ,
ঘ্যাচাং করে হইল শেষ
কথার আমার রইল রেশ!

মন্তব্য করুন