Skip to content

খুঁজে দেখো

কবিতা : “খুঁজে দেখো ”

লেখা :Orpita oyshorjo

যদি কখনো জোস্না রাতে
কখনো বা ফুলের গন্ধে
একবার নিঃশ্বাস নেও
তবে খুঁজে দেখো আমাকে
হয়তো খুঁজে পাবে

বর্ষার রাতে বৃষ্টির আনমনে
তোমার গায়ে যদি কয়েক ফোটা বিন্দু বিন্দু জল পড়ে
তবে খুঁজিও আমাকে
হয়তো খুঁজে পাবে

আকাশের ঝরো ঘূর্ণিঝড়ে
কিংবা রোদ্র-মেঘের বৃষ্টিতে যদি দু একটা পাখি চিৎকার করে ডাকে
তবে সেই ঝড়ের হাওয়ায়
আমাকে খুঁজিও
হয়তো খুঁজে পাবে

যদি মাঝরাতে জোস্নাস্নানে
ভুলগুলো যদি বুঝতে পারো
তবে ক্ষমা করেদিও
চোখ বন্ধ করে খুঁজে দেখিও আমাকে
হয়তো খুঁজে পাবে

যদি কখনো কাক ডাকা ভোরে
হঠাত্ করে আমাকে তোমার মনে পরে
খুঁজে দেখিও আমাকে
হয়তো খুঁজে পাবে

মন্তব্য করুন