Skip to content

খুঁজি তোমাকে – কাজী জুবেরী মোস্তাক

  • by

তোমার ভাঁজ খুলে বারবার পড়তে চেয়েছি
অথচ কিন্তু বারবারই এই আমি ব্যর্থ হয়েছি ,
তোমাকে কখনোই আমার পড়া হয়ে ওঠেনি ৷

প্রতি ওয়াক্তেই তোমাকে অন্তরে ধারণ করি
দাড়ি,কমা,সেমিকোলনহীন ভাবে লালন করি ,
কখনো আবার তোমাকে দুর্ভেদ্যও করে তুলি ৷

আজকে আমি তীর্থে তীর্থে বেড়াই ঘুরে ঘুরে
তোমার ভালোবাসা আর সান্নিধ্যের খোঁজে ,
জানি না কবে সান্নিধ্য পাবো,পাবো তোমাকে ৷

বহু ভালোবাসার মাঝেও ভালোবাসাই খুঁজি
যে ভালোবাসাই হবে আমার ওপারের পুঁজি ,
তাইতো প্রতি ওয়াক্তে নিজেকে সমর্পণ করি ৷

তোমাকে পড়তেও চাই , চাই লালনও করতে
সেজদায় নতজানু হয়ে আমি খুঁজি তোমাকে ,
তোমার ভালোবাসায় আজ সঁপেছি নিজেকে ৷

মন্তব্য করুন