Skip to content

| ক্ষু | ধা | নি | বৃ | ত্তি | -এফ এইচ সজল

  • by

.
যদি অগ্নিস্ফুলিঙ্গের মত জ্বলতে থাকো
যদি খন্ড খন্ড অংশে অগ্নি লালসা হও
বারদ হয়ে আরো জ্বলতে সাহায্য করবো।
ভাতের ক্ষুধা ভুলে যাবো
চোখের ক্ষুধায় পুড়ে
ঠোঁটজোড়া তৃষ্ণার্ত করে এগুবো
চোক্ষুলজ্জা মানবোনা
মৃত্যুহীন পথধরে হাঁটবো সাথে নিয়ে।
ভীষণ ক্ষুধার্ত হয়ে চাতকের মত থাকি
ভীষণ একাকীত্বে পুড়ে একাকী হাঁটি
ক্ষুধানিবৃত্তি পেতে দিবে কী সাড়া?
একাকীত্ব ঘোচাতে আসবে কী ছুটে?
নৈঃশব্দের ঘরে কোলাহল হয়ে।
ভালোবাসার বুকে বিশ্বাস নিয়ে
আজো হাঁটছি ছুটছি এদিকে সেদিকে
এত মানুষের ভীড়ে
কোথাও খুঁজে পাইনি আজো তাকে।
২৪ ফেব্রুয়ারি ২০২১ ইং ।

মন্তব্য করুন