Skip to content

ক্ষুধার্ত শহর

আজ আমি পতিতার মতো ভালোবাসার কাঙ্গাল
বন্দি হয়ে আছি কালো বিশ্বাসের গ্রহে
আমাকে পোড়াও হে অন্ধ বধীর সমাজ
ছেনাল মাগির মতো কতো দিয়েছি ভাষণ
তবু পড়েনি দানায় ক্ষুধার্ত শহুরে খোঁজ
মরণের দুনিয়ায় কত গল্প মাটি খুড়ে বের হয় প্রতিদিন
নিষিদ্ধ জোয়ারে গিলে খায় নুনের সকল ধার।

ফিরিয়ে দে মৃক্তিকার সে আসন নষ্টালি পাখির গান
হৃদয়ের কাছে আকাশ উড়াব লিখে দিব পবিত্র সত্তার নাম।

মন্তব্য করুন