Skip to content

ক্ষমা করো হে মহান

বিধ্বস্তনিলীমার দগ্ধ পথে হাটিতেছি আমি আজ,
‌মৌন দরিয়ার অকুল তীরে হাকিতেছি জাহাজ।
হাটিতেছি আমি অজানার পথে,
সম্কা আমার নাই,
দেবো দেবো আজ জীবন পারি,
মরনের আঙিনায়।

এ জীবন সব,মিছে কলরব,
এই আছে তবু নাই।
জানি না কভু কোন কালেতে,
ছাই উড়া উড়ে যায়।

পারুলতা গান ধরিছে গলায়,
শুনছি,লাগছে ভালো।
এও তো জানি না আমি হায় অধম,
কখন গান থামিলো।

আমি তো অধম দূর্বল চির,
তুমি করেছো মহান।
দিয়েছো বীর্জে জ্ঞান সারিকা,
হয়েছি জ্ঞানীবান।
আজ করছি আমি অহমিকা সব,
ক্ষমা কর হায় মোরে,
আমার পাপও অতি ছোট হায়,
তোমার ক্ষমার ঘরে।

তুমি তো জানো,আমি কিছু না,
সব তোমারই দান।
তবু মূর্খ আমি,গেয়েছি চিরকাল,
অহম সুরের গান।

ক্ষমা করো হে মহান,
অধম আমি পরেছি লুটিয়া,
গাহিয়া তোমার গান।

মন্তব্য করুন