Skip to content

কোথায় আছি-কবি মোয়াজ্জেম বিন আউয়াল।

🎉🎉🎉🎉🎉
কোথায় আছি
কেমন আছি,
ভাবলে একবার
শরীরে শিহরণ,
জাগে বার বার।
দশ টাকার জিনিস
এখন ত্রিশ টাকায় কিনি,
এভাবে চলতে গিয়ে
হয়ে গেছি ঋণী।
নুন আনতে
পানতা ফুরায়,
পকেট এখন খালি
নিজের এসব দুঃখের,
কথা কেমন করে বলি।
হাজার লোকের
হাজার ভাবনা,
এভাবে চলবো
কেমন করে,
দুর্ভিক্ষ ডাকছে যেন
পিছন পিছন ঘুরে।
মিটিং, মিছিল
সব জায়গাতে,
হচ্ছে চাপাবাজী।
কেউবা বলছে
দেশের স্বার্থে জীবন,
দিতেও রাজি।
সব কিছু আজ
মিথ্যে যেন,
অন্ধের বসবাস
চারিদিকে পরছে যেন,
বিষাক্ত নিঃশ্বাস।
🎉🎉🎉🎉🎉🎉

মন্তব্য করুন