Skip to content

কৃষ্ণা কাবেরী -তূর্য অমিত

বৈশাখের বাতাসে মৃদু ঘ্রান ৷
সিংহল সমূদ্রের পারে অন্তহীন জোৎসনার পায়ে নূপুরের ছন ছন শব্দ ৷
একবার চোখ খুলে চেয়ে দেখো,
মেঘের পালকে রাতের তারার লুকোচুরি খেলা ৷
যা দেখেছো বহু যুগ আগে, আজ তার পুনরাবৃত্তি ৷৷
কৃষ্ণা কাবেরী!
সে রাতে, তুমি ছুয়ে দিয়েছো কলমীলতা, ফুটেছে পারিজাত হয়ে ৷
তুমি বলেছো, জোৎসনার বসন জড়িয়ে আবীর মেখেছে শেষ বাসন্তী হাওয়া ৷
তুমি বললেই কত কি হয় !
মেঘের দল আইসক্রীম হয়ে ছোট্ট ঠোটে চুমু আকে ৷
আবার ফিরে পাই শৈশব, কৈশর, আর উম্মত্ত যৌবন ৷
কৃষ্ণা কাবেরী!
গুন্জরিত বনে মধূপের সনে খেলিছে মন্জরী ৷
লিখতে বসে আজও আমি অংকে ভূল করি ৷৷

—-২০ বৈশাখ, ১৪২৪,—-

মন্তব্য করুন