Skip to content

কৃষ্ণগহ্বর

মেট্রো আমার স্টেশন পেরিয়ে যাচ্ছে
আমি তবু ভেজা এখনো ভাবনায়
আধুনিক নয় আমরা আদিম তবু
জন্ম আমাদের এই শূন্যতায়…
টিভিদের কাঁচভরা সাদা কুয়াশা
ছটা থেকে আটটার চাকরি হারানোর হতাশা
নিয়নের নজরে নীলচে তোমার শরীরী শান্তি
কলঘরে ঝরনায় ঝরে পৌরুষের সব ক্লান্তি ;
তবু… বিশ্বাস কর তুমি শ্রীতমা
ত্রুটি নেই আমার বেঁচে থাকার চেষ্টায়
মেট্রো আমার স্টেশন পেরিয়ে গেছে
আমি তবু ভিজছি এখনো ভাবনায়…
আজও একা তুমি বিছানায়… সরি
ফিরতে চাওয়ায় এখন অনেক দেরি
আমি চলেছি এখন চার মাত্রার পরে
নিষিদ্ধ প্রেম এই জীবন থাকার জোরে
তবু… রাগ কোরো না তুমি শ্রীতমা
কবিতার কথায় চিনতে পারোনি আমায়
মেট্রো এখন দাঁড়িয়ে শেষ স্টেশনে
ভিজে সপসপে আমি হাজারো ভাবনায়…
ভোঁতা পেনসিলে এখনো আঁকি
একটা কৃষ্ণগহ্বর…

মন্তব্য করুন