Skip to content

কাশফুল

** কাশফুল **
– অভিজিৎ ভূঁইয়া

*ফুইল ফুইটেছে, ফুইল ফুইটেছে
কাইশের বনহে ফুইল ফুইটেছে ।
ফুইল ফুইটেছে ,ফুইল ফুইটেছে
কাইশের বনহে ফুইল ফুইটেছে ।।

– ও ছেলে… যাবি কোথা ?

* লদীর পাড়হে আবার কোইথা ।

– সেথাই গিয়ে করবি কি রে ?

* কাইশের ফুইল আনবহ ঘইরে ।

– কোথায় নদী ?
একটু বলিস যদি ।

* অই দ্যাখ… অই মাইঠের পারহে
চরছে গরহু আর বাছুরহে
উটার পরহেই ডুলুং লদী
যাবক সেথা অ শহর দিদহি ।

– আরে আরে ছুটিস কেনো ?

ভুলে গেলাম…. কি বলছি যেন ,
দাঁড়া হেথা চুপটি করে
কাশফুলেতে করবি কি রে ?

*ঢাঁক রইহেঁছে ঘইরের হোথায়
কাশহের ফুইল গুঁজব সেথায় ।

– মানে ?

* হঁ রে হঁ, … ছুটছি যে তাই এমন টাইনে।

* বাপ বইলেছে ঢাঁকের বোইলে
আর সাদহা কাশের দোইলে
দুগ্গাপূঝায় বাবুদের খুশি লাগহে
বাবুরা তাই ঢাক বায়না করহে আইগে ।
বছর বছর ভালহ বাবু কইতত টাকা দ্যায় ,
কাপড় দেয়, আরহ কইতত কিছু দ্যায় ।
এ দ্যাখ -এ লাল প্যানটা
আগের বছর দিছিল এট্যা ।
মাহে বললহ -‘ এ নুনু তুলে রাইখ অখন,
আইসবেক মকরপরব যখন পরবি তখন ‘ ।
তখন কি আর করি বইল ?
হাসি মুখে মারলি চোখহের জইল ।
এবার পূঝায় আবার নুতন হবেক –
বাপ বইলেছে হামকে এবার শহর লিয়ে যাবেক ।
জানহিস , সেথাই অ্যাত্ত মজা হবেক
অ্যাতত লাচ হবেক ।

– ও তাই …. এবার আমিও কিছু বলি ।

* না না ….শুনইব পরে , অ্যাখন আমি চলি …….।

*বন বাদাড়ে হেথায় হোথায় যেথায় আমি থাকি ,
মা বইলেছে- ‘সাঁঝের আগেই ঘরের ভিতর যেনহ দেখি……. ।’

********

31/08/2019
” মায়া মন্দির ”
গড়বেতা / পশ্চিম মেদিনীপুর

মন্তব্য করুন