Skip to content

‘কামিনীর স্মৃতির রেশ’

সে নেই! কিন্তু তার গন্ধ রয়েগেছে।
আসলে চিরকাল_ _
কেউ ই থাকে না। না না, কেউ ই থাকে না,
নদী থাকে না;নারী থাকে না;
সময় থাকে না, স্রোত থাকে না;
শুধু থেকে যায়_ _
প্রিয় মানুষটির টুকরো টুকরো স্মৃতি
আর নশ্বর দেহের ,ক্ষুরধার গন্ধ।

যা প্রতিটি মুহূর্তে আ-মৃত্যু আঘাত করে চলে,
হিয়ার অন্তরালে…..
ক্ষণে ক্ষণে ভারী হয়,ব্যাথিত রুহের দীর্ঘশ্বাস _ _ _
তবুও জীবন থাকে নাকো থেমে
চলে তার মতো,
আপনারে করে উপহাস।

কেউ থাকে না। না না,কেউ ই থাকে না।
শ্রাবণ থাকে না,শরত্‍ থাকে না;
বাসর থাকে না;বসন্ত থাকে না;
নির্দিষ্ট দিবসো পরে__
শুধু থেকে যায়,
কামিনীর, রেখে যাওয়া পাংশুটে কালো মেঘ!
যা মৃত মৃত্তিকার পরে,আঁখি বৃষ্টি হয়ে ঝরে—
হলে ভালোবাসার ভাবাবেগ।

কামিনী ও থাকে নি।হুম,আমার কামিনী ও থাকে নি,আমার তরে।
যে ছিল আমার বিশ্বাস-উজ্জল পরী,
হায়,
সেই আমায় কাটিলো বুকে_ _
পদ্মাবতীর রুপে।
-নিষ্ঠুর বাস্তব!!
ভাগ্যদেবী
সুন্দরী ও সাধ্বী নারী অভিন্ন সৃজেনা ;
তাই বলে কি, পদ্মাবতীরে তার ভক্তেরা পূজে না.?

কামিনী ,চলে গেছে..হ্যাঁ।আমার কামিনী ও চলে গেছে।
কিন্তু রেখে গেছে,তার বুকের গন্ধ
কথার ছন্দ,মায়াভরা চোখের দৃষ্টি,
রেখে গেছে–
কোমল স্পর্শ, লাজুক চুম্বন,
ভেজায় যা আজো,এই তনু-মন
ব্যাথা করে সৃষ্টি।
ওগো সখী,,
যে মালি গোলাপ চাষে,
সেই প্রকৃত ভালোবাসে।
কিন্তু
গোলাপে ফুটলে যৌবন ফুল
মালি রে ফেলে চলে যায় সে ভরাতে
স্বার্থপর কোকিলের কুল।
তাই বলে কি,মালি গোলাপ না চাষে!
ভালবাসতে জানে সে,যে ভালোবাসে।
-আমিও__
কামিনী,
কে ভালোবেসে যাব অবশেষ,
এই জনমে ভুলবো না তারে,
সে যে রেখে গেছে মোর তরে_ _
স্মৃতিতে ভরা ভালোবাসার রেশ..।।
——————————————-
ক বি তা © ‘কামিনীর স্মৃতির রেশ’
Writing By: ණ ধ্বংস নক্ষত্র Lonely Sifat
Date: 30-08-16

মন্তব্য করুন