Skip to content

কাব্য রসাতলে

কবির মতো যে ধরেছে ভাব,
কবি সাজে দেখি কু-মনোভাব।
দিকে দিকে কত এ অনাচার,
বলা বড় দায় রিক্ত ব্যথার।
মনের গভীরে ধোঁয়াশা হয়ে,
সুপ্ত চিন্তা আছে ভুবন জয়ে।
কত বড় পদ নিয়ে তো আছে,
শূন্যের মগজ সবার কাছে।
সত্যকে মানে না রয় ভুলেতে,
বানান জানে না কোন কুলেতে।
কবিতা ও ছড়া জানে না কিছু,
বলে সব এক থাকে না পিছু।
গুরু তাই কয় ছন্দ ছেড়ো না,
চলে গেলে আমি আর পাবে না।
নিরালায়ে ভাবি এমন রবি,
কোথা পাব খুঁজে মহান কবি।
কাব্য রসাতলে গুরুকে ছাড়া,
চাই না হতে যে এ পথহারা।

মন্তব্য করুন