Skip to content

কান্ধে লিয়েছি মাদল- ভোলাদা

ফাগুন হাওয়া শিরিশিরি
পাতা ঝরায় ঝিরিঝিরি গো
ভুইলতে জ্বালা সাঁঝের বেলা
ডাকে মহুল তল…
ও বঁধুর পিরীতে
কান্ধে লিয়েছি মাদল।

চাঁদনী রাইতে গুনগুনায়ে
গাইবো সুখের গান
ঘুমের মাঝে রাইখবো জাগেয়
স্বপন অফুরান
ভালোবাসায় শুধুই শুধু
করিস ক্যানে ছল?
ও বঁধুর পিরীতে
কাঁন্ধে লিয়েছি মাদল।

রঙ ধইরেছে ফুলে ফুলে
পলাশ শিমূলে
পাড়হি আইনে দিবো গুঁইজে
তুয়ার খোঁপার চুলে
ভালোবাইসে হারায় যাবো
যাবিস যদি চল…
ও বঁধুর পিরীতে
কাঁন্ধে লিয়েছি মাদল।

কুহু কুহু ডাইকছে রে ঐ
শালেরই বনে
জ্বলিস ক্যানে মিছামিছি
ফাগুন আগুনে
বইছে রে ডুলুং কুলু কুলু
কাজল কালো জল…
ও বঁধুর পিরীতে
কাঁন্ধে লিয়েছি মাদল।

মন্তব্য করুন