Skip to content

কাজী নজরুলের প্রতি – সৌরভ সরকার

সৌরভ সরকার

হে বিদ্রোহের কবি মানবের অন্তরে-
ফুটিয়ে তুলেছ বিদ্রোহের উপস্থিতে,
সাম্য-মৈত্রীর গান শুনিয়ে বসুন্ধরে
বীরযোদ্ধা হয়ে এক মহান ভারতে।
তব অগ্নিবীণা-বিষের বাঁশির সুরে-
আকাশে-বাতাসে ছড়িল বিদ্রোহ রনে।
শিকল-ভাঙ্গার তপ্ত গানে কাঁপল রে;
বুকে রক্ত-শিরে বৃটিশবাসীর প্রাণে।
জাগল হুঙ্কারে অধমেরা মাথা নেড়ে
স্বাধীনতার তরে হিন্দু-মুসলমান
উঠল দীপ্ত তেজে শানিত তরবারে,
যারা করেনি মাথা নত অন্যায় শান।
তুমি তাদের প্রানের চেতনা মুকুল
প্রার্থনা করি দু-হাতে কাজী নজরুল।
———————————

মন্তব্য করুন