Skip to content

কাগজেকলমে—অরিজীৎ শূর

তোমাকে খুঁজতে গেলে , ঠিকানা হারাই!
তোমার মুখটা দেখে , যে ক্ষত সারাই-
সে ক্ষত অক্ষত , থাক অবিরত
কেননা তোমার মুখ, …ফিরে ফিরে চাই৷

তুমি জানো জোৎস্নাতে কার ভেজা চুল৷
কার মনে ফোঁটে কত,অচেতন ফুল!
কার মনে সব ফুল ঝড়ে যায় প্রিয়,
আকাশে তাকাবো আজ,ঠিকানাটা দিও৷

কিছুটা জলদি পায়ে,হলুদ আগুন
কষ্টেরা পুড়ে যাক , তাতে বহু ঘুন!
তবু যেন সুখে থাকে কষ্টের দাগ
কিছুটা ভালোবাসা,বাস্তবে থাক৷

মন্তব্য করুন