Skip to content

কাউকেই বলিনি -(মাহ্ফুজ নবীন)

তোমার কথা
গোপনে গোপনে কাউকেই বলিনি!

শুধু বলেছি বাতাসে উড়ে যাওয়া
খয়েরী পালকের কাছে
বলেছি নীল জ‍্যোস্নাকে
যখন নির্ঘুম রাত কেটেছে

জেনেছে, শর্ষে ফুলের মৌমাছি কিম্বা ফুল
জেনেছিলো শ‍্যাওলা দীঘির নিস্তব্ধ শালুক,
জেনেছিলো গভীর আচ্ছন্নতায় বিষন্ন চিবুক
আর—
প্রভার শিশির অবধি অপেক্ষায় থাকা বকুল

তোমার কথা
গোপনে গোপনে কাউকেই বলিনি!

তোমার মন তখনও জানতে পারেনি
এক ফোঁটা বৃষ্টির জল
আকাশ থেকে ঝরে পরার চেয়ে
চোখ থেকে গড়িয়ে পরার
কষ্টের তীব্রতা কত বেশি!!!

তোমার কথা এখন অবধি
গোপনে গোপনে কাউকেই বলিনি–!!!

মন্তব্য করুন