Skip to content

কাঁকর গ্রাম (ধারাবাহিক গুচ্ছ কবিতা) অচিন্ত্য রায়

কাঁকর গ্রাম__(১)

তিতিরের ডানা ভেজা সকাল
সোনালী রোদ্দুরে খেলা করে কলমি ডগ
জীবন যেন নাঙলের ফলে জন্মায়…

ঘুম ভেঙে ওঠে আলের কচিঘাস
চুমু খায় রুপালী শিশিরে।
দূরের ঝোপঝাাড়ে এঁকেবেঁকে, মুক্তি পড়ে থাকে

বিষাক্ত খোলসের চেহারায়…

মন্তব্য করুন