Skip to content

“কলেজ ষ্ট্রিট” //-সুবীর মণ্ডল

আলো নিভে গেল কলেজ ষ্ট্রিটে
শব্দরা ঘুমিয়ে অচেতন।
নিঃশব্দে কলেজ ষ্ট্রিট স্বপ্ন দেখে,
শব্দ ভাসে রঙ বেরঙ।
প্রেসিডেন্সি কলেজ, মেডিকেল
শব্দরা অকাতরে ঝরে।
কিছু শব্দ এঁদো নালি বেয়ে
বইছে দেশ পেরিয়ে দেশান্তরে।

আলো নিভে গেল কলেজ ষ্ট্রিটে
বই’রা গেল ঘুমিয়ে।
কিছু খায় উই পোকা
কিছু যায় হারিয়ে।
বই পাড়ায় বইমেলা
হাত ঘষে, মলাট মলিন,
পায়না ঘর হাত ঘষা বই গুলি
এমনি করে হয় বিলীন।

আলো নিভে গেল কলেজ ষ্ট্রিটে
পড়ুয়ারা হল নিস্তব্ধ,
মাইক নিয়ে গেল লাল বাজার
প্রতিবাদের গলা রূদ্ধ।
শ্রেণী সংগ্রামের আতুড় ঘরে তালা
দমকা হাওয়ায় উড়ে যায় মতবাদ
কফি হাউজের কাপে ওঠে ঝড়
শাসন যন্ত্রে চাপা প্রতিবাদ।।

মন্তব্য করুন