Skip to content

কলম

চাইনি কলম তুলে নিতে হাতে,
চেয়েছি জীবন যাক সবার সাথে চলে।

কলম নিলে হাতে,
না জানি মানুষ কিযে করে।

মানুষ আসলে বুঝেনা,
কলমের মাঝে কি যে আছে।

কলমের মাঝে আছে অনেক বুঝ,
যা মানুষকে দিতে পারে অসীম সুখ।

চাইনি কলম হউক অবুঝ,
যদি মানুষ পেয়ে যায় বুঝ।

তবু দেখি মানুষের,
হায় হয়নারে বুঝ।

মানুষ যদি না বুঝে,
কলম দিতে পারে বুঝ।

তবু আমি চাইনারে,
তুলে নিতে কলম।

যদি কলম করে যায় কোন ভুল,
তবেরে জীবন হবেরে আমার শুধুই ধূল।

2 thoughts on “কলম”

মন্তব্য করুন