Skip to content

কলম দিয়েছি তোমায়

কলম দিয়েছি তোমায় লেখিতে সত্য,
অসত্যকে দিয়ে নয় চাপা দিতে।
রাজত্ব কায়েম করিতে অসত্বের,
সত্যকে নয় পিষে মারিতে।

মযলুমের দুঃখ দুর্দশা তুলে ধরিতে,
দিয়েছি তোমায় কলম।
যালিমের পক্ষে গিয়ে তোমায়,
না হতে মজলুমের যম।

কলম দিয়েছি তোমায়,অসহায়ের মুখে
ফোটাতে সুখের হাসি।
সাহায্য সহযোগিতার পরিবর্তে,
না পড়াতে গলায় ফাসি।

কলম দিয়েছি তোমায়, শিক্ষিত হয়ে
শিক্ষার আলো ছড়িয়ে দিতে।
শিক্ষিত হতে গিয়ে,প্রশ্ন ফাস
আর নকল না করিতে।

কলম দিয়ে লিখবে তুমি,
যে লেখা পড়বে জনগণ।
সেখান থেকে উঠবে গড়ে,
দেশপ্রেমীক সারাক্ষণ।

কলম দিয়েছি তোমায়,
লেখিতে সন্ত্রাস বিরোধী গান।
সন্ত্রাসীর পক্ষে না ঝড়াতে,
অসহায়ের প্রাণ।

কলম দিয়েছি তোমার হাতে,
বানিয়েছি লেখক।
লেখাতে তোমার,শাস্তি যেনো পায়
আছে যতো ধর্ষক।

কলম দিয়েছি তোমায়, তুলে ধরিতে
সমাজের সব অন্যায়।
কলমে তোমার,যৌনতা অশ্লীলতা,
প্রকাশ যেনো না পায়।

কলম দিয়েছি তোমায়,
রেখো কিন্তু এর মান।
মানুষের ভেতর শ্রেণীবিভাগ করোনা,
তারা যে সকলেই সমান।

_সমাপ্ত_

মন্তব্য করুন