Skip to content

কর প্রতিবাদ

ও রে ও নবীন প্রজা
কেরে নে তোদের নিজ অধিকার
আর কত কাল রইবি চুপ
তোরাও রক্তে মাংসে গড়া
ছিনিয়ে নে দানিয়ে দে,
বুঝিয়ে দে দেখিয়ে দে,
তোরা ও মানুষ
তোদের শীতল রক্ত
আর কতকাল চুষবে শাসক গোষ্ঠী
আর কত জীবন কত স্বপ্ন আশা
নিরবে করে দিবি শেষ ।
তোদের ও দুটি হাত দুটি পা
দু চোখে সইবি আর কতকাল
সময় থাকতে সাধন কর ।
একগুচ্ছ হয়ে কর প্রতিবাদ।
তোদের শীতল রক্তের আগুন ধরা
উড়িয়ে দে জ্বালিয়ে দে
কে দেবে বাধা
বাধার বাঁধ ভেঙ্গে দে
সামনের পথিককে কে জায়গা দে
তোদের কষ্ট গড়ার দেশে
পরদেশী ফরদেশী ক্যান করবে বড়াই ।
করে দে উচ্ছেদ
তোদের পথিক ক্যান শুনবে গালি
ক্যান ঝরবে চোখের বালি
হেলিয়ে দে ফেলে দে,
নিজ গাছ তলে থাকবি সুখে চিরকাল ।।

1 thought on “কর প্রতিবাদ”

মন্তব্য করুন