Skip to content

করোনা

  • by

মানুষের প্রতি করুণা, ভালোবাসা জাগিয়ে
করোনাকে বিনাশ করো,
নইলে জনজাতি নির্মূল হবে,
করোনা ভাইরাসকে মারো।
এই বিভীষিকায় মানুষের জীবন
আজ বড়ই বেহাল,
দিনে দিনে বাড়ছে প্রকোপ
সবার অবস্থা নাজেহাল।
বাজারে চড়া দামে বিকোচ্ছে
মাস্করূপী লাইফ জ্যাকেট,
একবার পড়েই ছুড়ে ফেলে দিয়ে
শূন্য হচ্ছে পকেট।
কোথা থেকে জন্ম এই ভাইরাসের,
নাকি আর্টিফিসিয়াল মেকিং,
নানা প্রশ্নে সরগরম করোনা এখন ট্রেন্ড্রিং।
মানুষ কি খাবে তার সমাধান মানুষই করে,
এখন নাকি চিকেন, ফিশ, ডিম সবেতেই
ভাইরাস আসতে পারে।
বাঙালীর খাবারে মাছ থাকবে না
আহা তা কি হয়!
সামুদ্রিক মাছ না খেলে নেই কোনও ভয়।
তবুও আতঙ্ক-ভয়ের মাত্রা মনে বাড়ছে অহরহ,
স্যানিটাইজারের ব্যবহার এখন যেন মোহ।
ভয় নিয়ে বাঁচা বড় কঠিন, ভাইরাসকে মারো,
মানুষকে বাঁচাতে মানুষই পারে, তোমরা কিছু করো।

মন্তব্য করুন