Skip to content

করোনা কর করুণা

করোনার থাবা
***গোপা দে।৭/২/২০২০//
করোনা করো না আর জ্বালাতন,
চিনের লোককে করেছ যেমন।
ভারতবর্ষ প্রবিত্র ভূমি নয়
চিনের মতন,
কতো সাধূ সন্ত দিনরাত করে শ্রীকৃষ্ণ কীর্তন।
তুমি তো পারনা নিতে
দুষ্টের জীবন।
তবে কেন ফেলেছ করালছায়া
এমন দেশ ভারতের মতন।
কতো কষ্ট দেখি লোকের
তুমি এসে গেছ মহামারী রূপে,
প্রান রক্ষা কর তুমি যারা
সত্য ন্যায়ের পূজারী
ভারতবর্ষ স্বরূপে।
আমার দেশের মাটি পূন্য ভূমি বটে
যাহা রটে কিছু তো বটে।
কিছু লোক অসৎ তুমি
ভয় দেখাও তাদের
জীবন নিওনা যারা নিরিহ
তাদের।
চীন পেরেছে যুদ্ধ করতে
করোনার সাথে।
একটা শহর বিভিন্ন তাতে।
কাশি রোগ দেখলে জোর
করে।ধরে আনে
একজায়গায় এনে তাদের
রুমে পুরে।
মরিবার তরে তাদের ঢালে
এক কোঠায়
নাইযে উপায় অন্যথায়।

মন্তব্য করুন