Skip to content

কবিতা: ছোট বেলার খুঁশির ঈদ

কবিতা: ছোট বেলার খুঁশির ঈদ

লেখা: Orpita Oyshorjo

মনে কি পরে ঘরের কোণে ঈদের খুশির বান
ছোট বেলায় বাড়িয়ে দিতো আমাদের কতো মান
ছোট্ট একটি চুলের ব্যান্ট আর লাল আলতার একটি শিশি
বাজার থেকে আনবে বলে বাবার পথপানে চেয়ে থাকি
বাজার থেকে যখন বাবা আনতো সব কিছু
অভিমান করে বলতাম মেহেদী আনো নি কেন ?
আজো মনে পড়ে সেই দিনগুলো
ঘরের কোণে থাকতাম যখন অপেক্ষায় , মাকে বলতাম সবসময় কখন বাবা আসবে নিয়ে ঈদের বাজার , বাজার নিয়ে বাবা এলে ব্যাগটা আগে খুলি সেমাই চিনির সে কি ঘ্রান আহা যেন এক উৎসবের রং, আশাগুলো ছিলো আমাদের কত ছোট ছোটো দুইটাকার আলতাদিয়ে জীবনের সব স্বপ্নগুলো সাজাতাম,
নতুন জামা পেলে সারা রাত জেগে থাকতাম
উঠে উঠে সারা রাত জামা পাহারা দিতাম
তখন এক জুতোয় বছর পার করার চিন্তা করতাম….
আর জামা জুতা হলেই লাগতো না আর কিছু তবুও কখনও মনে হতনা আরও কিছু পাওয়ার ছিলো..
যা পেয়েছি তা দিয়েই আনন্দে মেতে মেতে ঈদের দিনে নিজেদের উজাড় করতাম…
সকাল বেলা ঘুম থেকে উঠে যেতাম সবার ঘরে
কার মেহেদী কেমন রঙ্গ এই আশাতে
আজ সব কিছু বড্ডো মনে পরে …

মন্তব্য করুন