Skip to content

কবিতা এখন -সৈয়দ মাহমুদ

কবিতা কি এখন হিম ঘরে আছে হয়ে কারাবন্দী?
কবিতা কি এখন মৌলবাদের সাথে করছে মিতালী-সন্ধি?
কবিতা কি এখন সুবিধাবাদের চর্বিত রম্য গদ্য?
কবিতা কি এখন আপোষকামী আর চাটুকারী সব পদ্য?
কবিতা এখন কর্পোরেটের গরম জলে সিদ্ধ,
কবিতা এখন উগ্রবাদের ধারালো নখরে বিদ্ধ।
কবিতা এখন নুয়ে পড়া হাত হয়না বজ্রমুষ্টি,
কবিতা এখন লক্ষ্যার্জনের মিছেই আত্মতুষ্টি।
কবিতা এখন রুক্ষ শীতের ঝরা পাতা বৃক্ষ.
কবিতা এখন রাজপথে নেই নয় মিছিলে প্রতীক্ষ।
কবিতা এখন দ্রোহের আগুনে ওঠেনা জ্বলে তপ্ত,
কবিতা এখন টকশোতে এসে গলাবাজি করেছে রপ্ত।
কবিতা এখন প্রতিবাদী নয় মুঠোফোনে সীমাবদ্ধ,
কবিতা এখন সোশাল মিডিয়া বিবেক হয়েছে রুদ্ধ।
কবিতা এখন নজরুল নয় নয় সে সুকান্ত
কবিতা এখন মাঝরাতে আছে প্রগাঢ় ঘুমন্ত।
কবিতা আবার ফিরিয়ে আনো করতে জীবন শুদ্ধ,
কবিতা আবার মিছিলে আনো করতে নূতন যুদ্ধ।

মন্তব্য করুন