Skip to content

[ কবিতা ] আমরাতো-মল্লিকা রায়

আসলে আমরা সবাই নেহাতই রীতির শিকার
কখনও দিন চলে যায় মহাজন মুখের ভাষণ
চলেনাও না বা সেদিন যেদিন ওই ভাবের বিকার
আমরাও আনতে পারি কাঁটাতার পেরিয়ে সুদিন
বোধনের সেই সেদিনে আমরাও সঙ্গী ছিলাম
সংগ্রামে দোসর ছিলাম মরদের কঠীন শ্রমের
প্রভাতের সেই পরাধীন রাঙা ঐ বেদীর তলায়
জ্বেলেছি সর্ব স্বাধীন শহীদের মশাল আগুন…..

আসলে এই আমাদের রাখা হয় খুব গোপনে
পাছে কেউ খোঁজ পেয়ে যায় জীবনের সন্ধিক্ষণে
ছিল না সঙ্গী আসল শুধু ওই হিসেব খেতাব
গনেছে মানুষ যারা সামাজিক আজ তাদেরই
প্রকৃত কদর বিভব, কেউ আবার বাতিল বলে
নিজেদের গুছিয়ে রাখে, কে জানে কিসের ঝুঁকি
আদতে হতাশ ঢাকে,আমরাও এই অবধি রেখেছি
বুকের সাথে, দু”মুঠো সেদ্ধ আতপ কোনদিন শাকে ভাতে,মনে হয় সগ্গে আছি আহা কি পোসন্নতা

অথচ রক্তপ্রেসার ছড়িয়ে বুকের ভেতর তোমারি
অবুঝ চেতন হেনে যায় হাজার ওজর,তোমাদের
ঢেঁকুর ওঠে সোয়াদের ঢের চেতনা আমরা আজ
তোমাদের পণ্যের এক বাহানা ,আমরাও ডুঁকরে
সেদিন কেঁদেছি শহীদ বেদীর, পতাকার গব্বেএবুক ভেসেছে জয়ের গানে,আমরাও গান বেঁধেছি
দেশেরই মঞ্চতলে,শ্লোগানে জয় এনেছি এদেশের
সন্ধিক্ষণে,
আমাদের কেউ খোঁজেনি দেখেনি হাল হকিকৎ,আমরা ফুরিয়ে গেছি বিজয়ের এই সুদিনে

মন্তব্য করুন