Skip to content

কবিতার ভিক্ষুক – কবি মোহাম্মদ মকিজুর রহমান

  • by

পথহারা পথিকের পথে শেষ হয় না
কবি যে খানে নিরব,কবিতার চরণ খুজে ফিরায় না,
কবেকার সেই প্রাচীন কবি
শিকড়ে রেখেছিলে দুটি চরণ,
শাখা- প্রশাখায় হাজার কবিতার বিলাপ
আরাধনা সে কবির প্রতি,গুরু তুমি করেছিলে মোদের সরন।
প্রাচীন কবিতার মুকুট পরে,
জয়ের মালা হাতের মুঠে,
তাজমহল কিংবা মহাসাগের প্লাবিত তীর
পুম্প কাননে হাজার পুষ্পশোভা দেখে মন ভরে না।
সকলই হয় না বিদ্রোহী কবি
ফুলের পরাগ লুটে মৌমাছি,
কবিতার চরণের আড়ালে গুরুর মন ভাব
সমাজ সংসার নিঃস্বতার কাব্য গন্থের রুপের সমাহার,
মুলত সে প্রাচীন কবি।

পুরাতন বসন্তের সদ্য ফোটা ফুলে
স্মৃতি সুরভিত প্রেম,জেগে উঠে নতুন সুরে,হৃদয়ে চায় বারেবার তৃষ্ণা মিটাতে কোমল প্রেমের সুধা,
খুলে দাও প্রভু তোমার প্রেমের কানন
শান্ত সুশীতল স্বচ্ছ বারিধারায় করিব স্নান
পুনরায় জেগে উঠি প্রেমের হাসির কোলাহলে
লুকোচুরি খেলা নীল আকাশের তারার সাথে
কতকাল নির্জনে একা, হৃদয়ে বিষ বিষন্নতা,
সরে মুগ্ধ নয়নে আকাশ পাণে চেয়ে,
তোমার আশিস পাবার বাসনায়, কতকাল আছি আপেক্ষায়,
দয়া ময় ক্ষামাহীন প্রভু তুমি ছাড়া আমার কোনো খেলা নেই।
কবিতার ভান্ডার,কবির শোভাযাত্রা,লাল সবুজের পতাকা,
সমাজ সংসারের নীতিগত কথা,সে কবি আসেনি ফিরে,

ফিরবেনা সেই প্রচীন কবি
আমি বর্তমান কবিতার ভিক্ষুক
আমি কিশোর কবি।

মন্তব্য করুন