Skip to content

কদম কেয়া

স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪/৪+১

ওরে খোকা, ওরে খুকি
দেখবি তোরা আয়,
কদম গাছে কেয়া গাছে
ফুল ধরেছে হায়।

ফুলের সাথে পাখির সাথে
ভ্রমরের গুনো গান,
ওরে খোকা ওরে খুকি
শোন ফেলিয়া কান।

কদমের সাথে কেয়া ফুলের
মধুর হাসি হয়
খোকা খুকি মনের খুশিতে
নদে নৌকা বয়।

কদম কেয়া তুলে এনে
নানা খেলা হয়
বর্ষারাণী কদম কেয়া
নানা জনে কয়।

রচনাকালঃ
০৫/০৬/২০২১

মন্তব্য করুন