Skip to content

ওরে স্বাধীন তুই দে একমুঠো ভাত —(মাহ্ফুজ নবীন)

স‍্যাটেলাইট ট‍্যাগ যদি
থাকতো সব চালের বস্তায়
জানা যেতো এত চাল
কোন কোন জনগণ পায়?

চুরি বন্ধের কি
কোন নাই সঠিক উপায়?
জানি নৈতিক
অধঃপতনের গায়ে যত দায়

খেটে খাওয়া মানুষেরা
আজ খায় বলো কি?
হাত ধুয়ে, মুখ ধুয়ে
শুয়ে রাতে দেখে জোনাকি

চোরের যে ধর্ম নাই;
সেটা জানা পুরোনো প্রবাদ
ক্ষুধায় মরছি আমি
“ওরে স্বাধীন তুই দে একমুঠো ভাত”

জানি আমি মরে গেলেও,
স্বাধীন তোর কিছুই হবে না
তাই স্বেচ্ছায়ই চলে যাবো,
বল কোথায় কবরের ঠিকানা?

3 thoughts on “ওরে স্বাধীন তুই দে একমুঠো ভাত —(মাহ্ফুজ নবীন)”

মন্তব্য করুন