Skip to content

ওটা এক নিঃস্তেজ প্রতিচ্ছবি

কখনো কখনো দূরে মাটির সাথে আকাশ মিশে থাকে
সময়ে-অসময়ে চাঁদ হেলে গেলে- সেও মিশে থাকে
সেই সাথে আমার দৃষ্টি আর অনুভব
চাঁদাকাশ স্পর্শের মতো দিগন্তে ছুটে যায় পূণরায় ফিরে আসে
স্বপ্নের মতো অতীতের মতো অমলিন
কখনো কখনো আমার ছবি দূলে থাকে পোস্টারে-ওয়ালে
ওটা আমি নই- আমার মতো নিঃস্তেজ প্রতিচ্ছবি
তার সাথে প্রাণ আর স্থবীরতার দূরত্ব স্বীকার্যই অথচ
এই স্বীয় দূরত্ব কারো একা হওয়া বুকের দূরত্বের মতো
অনুচ্চারিত কথার মতো-
বাস্তবতার চেয়ে অনুমানে রাখা
সুন্দরের মতো সত্য।

মন্তব্য করুন