Skip to content

ঐপথ বলনা আমারে – কবি মোহাম্মদ মকিজুর রহমান

  • by

ঐপথ বলনা আমারে*****

খুলো দাও হে বন্ধু হৃদয়ের সকল দ্বার
ভালবাসায় পূর্ণ কর সবে কানায় কানায়
আনন্দে জুড়ে থাকি নিখিলের সনে
ঘর ছেড়ে হয়ে যাই মুছাফির পৃথিবীর পথে
আমার অন্তরের অন্ধকার কাল হিংসা
তুলে নেও নরকে,শিশুর মত হাসি বিশ্ব ভুবনে
অনন্ত কাল আমায় রাখে সরল পথে,
তোমার ভালবাসায় আমি ছুটবো গগন পথে।
যতই সুখে আছি, এসুখ মোর সুখ না
তোমার বিনয়ে আমি বিশ্বাসি,
তোমায় ছাড়া এ প্রেমে মজিতে ভাল লাগেনা
এভুবনে আমি যে মহা-খেলনা
তোমার গুনগান ছাড়া গাইতে মোর ইচ্ছে করেনা;
তুমি যদি এসো মোর কাছে
হোকনা যত দুঃখ,দেব ধূলির মত উড়িয়ে,
তোমার তুলনা তুমি নিজে
কত শিশু কত যুবক বৃদ্ধ বসিয়া নির্জনে ডাকে তোমারে
কেমনে মানুষ হবে বিধাতা,
ঐপথ বল’ না আমারে!!!

মন্তব্য করুন