Skip to content

এ পৃথিবী আমার নয়- ইমরুল কায়েস।

ঝিঁঝিঁ ডাকা সন্ধ্যাতে নিভু নিভু কুপিটাকে
উঠানের মাদুরেতে বসে থাকা দিদাটার
গল্পের ঝুলি থেকে বের হওয়া ভূতটাকে
বলে দিও- এ পৃথিবী আমার নয়।

চৈত্রের খরাটাকে কৃষাণের কোদালেতে
বীজ বোনা শষ্যের তে-ভাগার ভাগটাকে
ধুকফুকে বুকটাকে বৈশাখী ঝড়টাকে
ধোয়া ধুতি পরে থাকা পান খেকো বুড়োটাকে
যদি কভু দেখা মেলে বলে দিও-

মহাজনী গুদামেতে জমে থাকা শষ্যতে
ভ্রূণ খেকো পোকাটার যদি কভূ দেখা মিলে
বলে দিও-
জীবানুর শক্তিকে মানুষের ভক্তিতে মেনে নিও

জপজপে ঘামে ভেজা রক্তকে পানি করে
সভ্যতা একেঁ যাওয়া শিল্পীর দেখা পেলে বলে দিও-
আসমানি দালানের কেড়ে নেওয়া জোসনাকে বলে দিও-
পড়ে থাকা অনাথের অনাহারী ঘুমটাকে
বলে দিও, বলে দিও- এ পৃথিবী আমার নয়|

মৌ-লোভীদের হাঁকে, গনতন্ত্রের ফাঁকে
জেগে ওঠা ধর্মের ষাঁড়টার দেখা পেলে বলে দিও-
মানুষেরে ভালোবেসে স্রষ্টার দেখা মেলে
কঠিনে পাবে না তারে, সে শুধু কোমলে মিলে।

বলে দিও- বাতাসের প্রতি কোণে বিদ্যুতে মিশে গেছে
বার্তারা ডানা মেলে বোকা বাক্সের মাঝে,
সংকেতে রাওটারে কত ছবি ভেসে আসে
হারিয়েছি শৈশব ঘাষে জমা শরতেতে

ফুসফুসে জমা হওয়া কার্বণও জেনে গেছে
বিশ্বায়নের তাপে পাহাড়ের ঢাল বেয়ে গলে আসা নদীটারে
ডুবে যাওয়া নগরীর ভেসে ওঠা লাশটারে
যদি কভূ দেখা মেলে বলে দিও-
বলে দিও- এ পৃথিবী আমার নয়।
……

মন্তব্য করুন