Skip to content

এ কেমন ভাবে বেঁচে আছি আমি

  • by

এ কেমন ভাবে বেঁচে আছি আমি।
অন্তঃসারশূন্য, বোধহীন-প্রেমহীন-নিরুদ্বিগ্ন।
শুধু বুকে ফানুসের শংকিত অগ্নি,
কেঁপে কেঁপে জ্বলে, কখন বুনো হাওয়ার,
দস্যুতা-এসে দেয় নিভায়ে, কর্মবিমূখ একাগ্রতা। দায়হীন ভেসে থাকার আশ্চর্য ক্ষমতা নিয়ে,
এ কেমন ভাবে বেঁচে আছি আমি।
সম্ভ্রমের চাদরে অস্তিত্ব ধারণ অসংকুলান। লোভাতুর প্রভুদের দৌরত্বে-হতবিহ্বল প্রাণ।
বড্ড বেমানান। তবু বেঁচে থাকার অভিলাষ কালকূট-পর্বত পেরিয়ে, নিরীক্ষার হস্তে,
ছুরির নিচে, জীবন্ত দেহ খন্ডিত লাশ।
কাদামাটির জলে চূর্ণ আকাশ।
এ কেমন ভাবে বেঁচে আছি আমি।

মন্তব্য করুন