Skip to content

এ আবার কেমন জীবন – সুদীপ মজুমদার

এ আবার কেমন সকাল কিচির মিচির গায়না পাখি?
এ আবার কেমন নদী ইচ্ছে হয়না এ জল মাখি?

এ আবার কেমন হাওয়া দুচোখ ঢাকে ধূসর ধোঁয়া?
এ আবার কেমন আকাশ দুহাত তুলে যায়না ছোঁয়া?

এ আবার কেমন আলো চোখ ধাঁধানো রং তামাশা?
এ আবার কেমন ভালো প্রণয় বিহীন ভালোবাসা?

এ আবার কেমন হৃদয় বিদীর্ণ হয় নীল বেদনায়?
এ আবার কেমন আগুন প্রখর তাপে মন পুড়ে যায়?

এ আবার কেমন বিষাদ মেঘের মত আসছে নেমে?
এ আবার কেমন সিঁড়ি শুণ্যে হঠাৎ যাচ্ছে থেমে?

এ আবার কেমন ভূবন মাতছে সবাই অলীক সুখে?
এ আবার কেমন জীবন ঝাপ দেবে ঠিক মৃত্যুমুখে?

মন্তব্য করুন