Skip to content

এ অভিশাপ নেবে কে? —(মাহ্ফুজ নবীন)

আমি চলে গেলাম
ছেলে- মেয়ে সব সন্তানসহ

তোমরা শেষ পযর্ন্ত খেতেও দিলে না
আটকে দিলে, বাইরে যেতেও দিলে না

ইচ্ছে হতো খাবার কুড়িয়ে-কুড়িয়ে কিছু খাবো
কিচ্ছু নাই ঘরে, ওদের মুখে বলো কি দেবো?

চোখের সামনে ক্ষুধার- জ্বালা, কান্না- চিৎকারে
শুনতে শুনতে বলো- কোন মা সহ‍্য করতে পারে?

কেউ নেয়নি খোঁজ; এই ক’টা প্রাণ মা-ছেলে-মেয়ে!
কেউ জানতে চাইনি; বলেওনি আছিস কি না খেয়ে?
বলো বাঁচিয়ে রাখি কি করে
ওদের না খেয়ে এই ছোট্ট ছোট্ট প্রাণের দেহ?

আমি চলে গেলাম
ছেলে- মেয়ে সব সন্তানসহ

আমাকে ছুঁবে না; বলো তোমরা কেহ ছুঁবে না
তোমরা মৃত;
মৃত তোমাদের জ্ঞান- বিবেক- বোধ
তোমার ঈশ্বর; ভগবান
আমার খোদার কসম
তোমরা অভিশপ্ত কেউ ছুঁবে না আমার মৃত দেহ

আমি চলে গেলাম
ছেলে- মেয়ে সব সন্তানসহ।

মন্তব্য করুন