Skip to content

এসেছিলে ঘুমঘোরে

কতো নিশি জেগে আছি তোমার আশায়,
পোড়ামন ব্যথা পেয়ে আমাকে কাঁদায়।

নিশাচর তুমি ওগো রাতের আঁধার!
মাঝরাতে হৃদে এসে- জীবন অসার!

এসেছিলে ঘুমঘোরে বীণা হাতে নিয়ে,
শুনালে আজব সুর ভালবাসা দিয়ে।

প্রাণের দোসর তুমি মন তা-ই বলে,
ঘুম ভেঙে গেলে দেখি তুমি গেছো চলে!

পায়েতে নূপুর ছিলো কীযে চলাকলা!
চোখে চোখ রেখে হলো কতো কথা বলা!

অপরূপ রূপে তুমি সেজেছিলে আজ,
স্বপনে-ও হিয়ামাঝে লেগেছে তো লাজ।

রাতের আকাশ ছিলো তারকাতে ভরা,
বিদায়ের পরে প্রিয়া মন হলো মরা৷

মন্তব্য করুন