Skip to content

এভাবে ও

এভাবে ও তো ঠিক থাকা যায়
সংযমী হয়ে তোমার নেশায়
ভালবাসা যায় রাতবালিশে চুপটি করে
মাতলা হাওয়ায় ঘুমের নেশায়।

এভাবে ও তো ঠিক থাকা যায়
শীতের রাতে কুয়াশা মুড়ে
মাটির নীচে মেট্রো, সোনা
রাস্তা ভরে মিছিল জুড়ে।

এভাবে ও তো ঠিক থাকা যায়
চাঁদ উঠলে ঝোপের ঢালে
ট্রামগাড়ীর ওই বাকা লাইনে
সুড়সুড়িয়ে ইদুর চলে।

এভাবে ও তো ঠিক থাকা যায়
ওলটপালট পাগলা বিকেল
স্বপ্ন গড়ার তালের তালে
হাত ধরে তো চলেই চলে।

এভাবে ও তো ঠিক থাকা যায়
কৃষ্ণচূড়ার লালের ফাকে
ওই যে মনের অতৃপ্ত বাস
থাকনা খাওয়া না – চুমুর ঝোকে।

মন্তব্য করুন