Skip to content

এফ এইচ সজল

আজ যাই ঘটক মেনে নিব না মানবো না
দেখবো নিয়তির রাফখাতার লিখা কোন দিকে যায়
ভালোবাসার সংবিধান কি করে বদলায়
যদি সংবিধান বদলে যায় তবে বদলে ফেলবো জীবন।

আজ যাই ঘটুক মেনে নিব না মানবো না
নয়তো সব উলোটপালোট করে ফেলবো
যতোই হোক বিদ্বেষপ্রসূত বাকবিভূতি কথা
তুমুল ঝড়ে ভেঙ্গে দিবো সব উগ্রপন্থীতা।

মানিনা মানবো না নিয়তির লিখন
আমি মানুষ-,আমারও কিছু অধিকার আছে
আমিও পারি বলপ্রয়োগে দাবি রাখতে
আমারও স্বচেষ্টায় আমিও পারি আমার করে নিতে
মানিনা মানবো না নিয়তির ভাগ বন্টন।

আজ যাই ঘটুক মেনে নিব না মানবো না
সবউগ্রপন্থীতা চুরমার করে ফেলবো
সামাজিক বৈষম্য উপরে ফেলে দিবো বাহুর জোরে
ক্ষমতাশীল হোক আর যাই
অধিকার আদায়ে আমি পিছুপা হবো না
অর্থের বৈষম্য আমি করিনি
অর্থের বৈষম্য করেছে ঐ বিধাতা ঐ ঈশ্বর
আমি এসব মানিনা আমি ভালোবেসেছি
আমি আমার ভালোবাসা নিবোই নিবো
যদি না পাই রক্তাক্ত করে দিব ঐ বৈষম্যের শিকল
আজই ভালোবাসার ময়দান
যদি তারে আমি আমার করে না পাই
সত্যি দৃঢ় প্রতিজ্ঞা স্বরুপ আমি আমার সম্মুখীন একটি প্রানও জীবন্ত রাখবো না
সব গুলো মেরে লাশ বানিয়ে দিবো।
আমি আমার ভালোবাসার মানুষকে
যদি না পাই আমি আবারও বলছি
তোমরা কেউ ফেরত যেতে পারবেনা
আমি অর্থের বৈষম্যতে হেরেছি ঠিকিই
কিন্তু আমি ভালোবাসার বৈষম্যতে হেরে যেতে যাব না।

কারন-
আমিই তার ভালোবাসার সাগরে ঢেউ তুলেছি
সে ঢেউয়ে কেবল পালতোলা নৌকা নিয়ে
ছুটে চলার অধিকার শুধু আমারই আছে
অন্যকারো নয়?
আমার ভালোবাসার সাগরে অন্যকেউ নামলে
আমি তাকে সত্যি সাগরে অতলে ডুবিয়ে মারবো
যদি আমি ভালোবেসে হেরে যাই-
সত্যি বলছি তারে আমি ডুবিয়ে মারবো নির্দ্বিধায়।
-আজ যাই ঘটুক মানিনা মানবো না
এফ এইচ সজল
১১ অক্টোবর ২০২০ ইং।

2 thoughts on “এফ এইচ সজল”

মন্তব্য করুন