Skip to content

এটাও কি ষড়যন্ত্র ? // মল্লিকা রায়

এটাও কি ষড়যন্ত্র
– মল্লিকা রায়
বেশী তো বলিনি ,দু ছটাক জ্ঞান
দুই জায়গির , তিন মন ধন
গোটা তিন গোলা , বিষয় আশয়

যদিও এসব বহির্ভূত ।

শিক্ষা ধারের ,বাকীর খাতায়
লাভ-লোকসান সুদের ডিপোয়
হয়ে গেল সব কোঁচা ধরে ধরে
এর ওর নামে সাধের দলিলে

লেগে গেল টিপ,ডাকাত তা বলে ?

ভুল তো করিনি ভোগের ঠেলায়
পাপ হয়ে গেল কেন হায় হায় !
তিনকাল শেষে নালা ডোবা খুঁজে
ঠুকি মাথা কার গরজে ?

ভুল তো ছাপেনি স্কুল,কলেজের কাগজে !!

চরিত্রটা খোসামুদে বলে চন্দ্রমুখীরা ভ্রান্ত
অাসে পাশে জ্যোৎস্নার বশে আমিও চূড়ান্ত।

ডানে বায়ে ফাঁকি , দেব কি? নেব কি ?
কম করে খুব আরামে,আয়েসে,শুয়ে,বসে নিয়ে
দু’ছটাক ক্ষেত,খানকত্ ঘর , মন তিন ধন
গোলা গোটা তিন ,

ভুল তো বলিনি
নষ্টা তা বলে ? এটাও কি ষড়যন্ত্র ?

মন্তব্য করুন