Skip to content

এক বুক সমুদ্র নিয়ে আসো

যদি ভালোবাসতে হয় তবে,
এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসো;
ভালোবাসার মতো ভালোবাসো
‌ নয়তো দিন শেষে তুমি আর তোমার প্রাক্তন,
অপূর্ণ হৃদয় নিয়ে চোখের বিরহ সমুদ্রে ভাসবে;
যদি ভালোবাসতে চাও তবে
এক বুক সমুদ্র নিয়ে আসো,
যদি ফিরে আসতে চাও তবে
কান্নার দাগ মুছে যাওয়ার আগেই ফিরে আসো;

যদি ভালোবাসা তোমার দুয়ারে আসে,
তবে হাজার শ্রাবণ বর্ষার অভিবাদন জানাও;
ভালোবাসা শুধু অশ্রু চাই
তোমার অশ্রু নেই তোমার সমুদ্রও নেই,
তবে তোমার ভালোবাসার অধিকারও নেই!
হাজার শ্রাবণের অশ্রু; এক বুক সমুদ্রের অশ্রু
ভালোবাসা শুধু অশ্রু চাই!

যখন সাগর পাহাড়কে ভালোবাসে,
পাথরের বুক চিরেও তখন বর্ষা নামে;
ভালোবাসা শুধু অশ্রু চাই!
মরুভূমি হৃদয় ভালোবাসার যোগ্য নয়,
ভালোবাসতে চাও তবে
তবে হৃদয়ে সবুজ লালন করতে শিখো;

ভালোবাসা কুড়িয়ে পাওয়া ঝিনুক নয়,
ভালোবাসা অশ্রুর বিনিময়ে পাওয়া অফুরন্ত আকাশ;
তোমার সমুদ্র নেই তবে
সে আকাশ ছোঁয়ার অধিকারও তোমার নেই,
তোমার সমুদ্র নেই তবে
ঝর্ণার শীতল ধারা থেকেও তুমি বঞ্চিত;
তোমার অশ্রু নেই তবে
সে আকাশের তারাও তোমার জন্য ফুটে না;

ভালোবাসতে চাও, তবে দুচোখে অঝর শ্রাবণ নামাও;
ফিরে আসতে চাও তবে
সন্ধ্যা নামার আগেই ফিরে আসো,
তুমি আর তোমার প্রাক্তন
দুজনে মিলে একই সমুদ্রে ভাসো,
চোখের অশ্রুনীল সমুদ্র!
যদি পারো শ্রাবণের মতো অবিরাম ঝরতে,
যদি পারো সমুদ্রের মতো বিশাল হতে,
তবে সাতরঙা রংধনুটা তোমার জন্য;
অবিরাম জোছনা ধারাও তোমার জন্য;
একমুঠো রোদ্দুর তোমারই জন্য,
ভালোবাসা নামের স্বর্গটাও তোমার জন্য;

যদি ভালোবাসতে হয়
তবে ভালোবাসার মতো ভালোবাসো,
এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসো!

মন্তব্য করুন