Skip to content

এক কাগজ জীবন — অরিজীৎ শূর

॥পর্ব-১॥

লোকটা ৷ প্রতিদিন খবরের কাগজ পড়ে ৷ পড়া কাগজও ৷ বার বার করে পড়ে ৷ শব্দ ছক মেলায় ৷ নিজের রাশিফলটাও দেখে নেয় ৷ বাবার ছাপানো জন্মদিনের শুভেচ্ছাবার্তা থেকে শুরু ৷ সেই থেকে ৷ সব কাগজ ৷ জমা হয়ে আছে ৷ তার কাছে ৷

॥পর্ব-২॥

লোকটা ৷ আজ মারা যাবার পর ৷ তার ছেলে ৷
খবরে শোকবার্তা ছাপায়৷ এভাবে এক কাগজ জীবন ৷ জমা হয়ে যায়৷

॥পর্ব-৩॥

অথচ ৷শোকবার্তাটা লোকটি পড়েই দেখলোনা৷ছাপাই হল যা৷

॥পর্ব-৪॥

সেইসব খবরের কাগজ ৷কখন কিভাবে জানি না৷বিক্রি হয়ে গেল৷একমার মরেও লোকটি আবার মরে গেল৷

মন্তব্য করুন