Skip to content

একা হয়ে যাই — অরিজীৎ শূর

  • by

আমরা প্রত্যেকেই একা
দুই তিন চার… এগুলো বাস্তবে নেই

বাস্তব খুবই সোজা
কারন এখানে প্রত্যেকেই দোকানদার ৷

প্রত্যেকে হেরে যাই
ভাবি পাঁচ ছয় সাত…কতকিছু আছে বাস্তবে

কিন্তু বাস্তব খুবই সোজা , কারন
এখানে আছে , একা এক সুন্দর জীবন-যাপন ৷

প্রত্যেকে মিশে আছে প্রত্যেকের সাথে
অথচ কেউ কারোর সাথে থাকতে ভালোবাসে না
কিন্তু একের মধ্যে আছে অনেক
এই বা কম কথা কী ? !

তাই , আমাদের কোনো আত্মীয় বন্ধু নেই
কারন আমরা একা , কেবল একা ৷

পৃথিবীতে যারা মহান
তাদের কেউ থাকে না

তাই নিজের মধ্যে থাকো
নিজেকে নিয়েই ৷

এ কাজটাই কঠিন
নিজেকে বাস্তব ভাবো

আর একা একাই চল

আমরা প্রত্যেকেই মহান কিছু করেছি
এবং আরও মহান কিছুই করবো ৷

ভিতর থেকে ফুরিয়ে যেও না
সময় কাটাতে পড় অফুরন্ত —
কবিতার বই

কারন আমরা প্রত্যেকেই কবি
প্রত্যেকেই মনের কথা কই !

মন্তব্য করুন