Skip to content

একটু আলোর লোভে – রুদ্র রবি

সেরাতে মোমবাতি জ্বালাতে চেয়েছিলাম,
হাতের কাছে দেশলাই ছিলো না একটিও ।
বিদঘুটে অন্ধকারে দু-হাত শকুনি,
সারা ঘর তন্ন করেছি একটু আলোর লোভে !
অন্ধকারে ঠোকাঠুকিতে বুকে লেগেছে-
চোখে লেগেছে কতো ।

…… একটু আলোর লোভে সব সয়েছি !
এমনি করে আঘাতে আঘাতে নিশি পার হয়েছে,
একদিন চোখ খুলে দেখি,
ভাঙা জানালাতে সকাল দাঁড়িয়ে !
আলোর নিমন্ত্রণ নিয়ে ।

তারপর,
কত সকালে ,
আমি দেখেছি হাতের নাগালে
খুব কাছে, দেশলাই এর লুটোপুটি !

আমি তাকে ছুয়েও দেখিনি ।

মন্তব্য করুন