Skip to content

একটি ফুল – সুবোধ কুমার শীট

একটি ফুল করেনি ভুল কেন পেল সাজা?
তোমার বাগান, হতে পারো তুমি রাজা।
নিষ্কলঙ্ক ফুলে সাজা দিয়ে কি পেলে মজা?
সে হয়তো কোনো প্রেমিকের মন ভোলাতে পারতো,
হয়তো সে দেবতার অঞ্জলির কাজে লাগতো।
হয়তো সে তোমার উদ্যানের মাধুর্য বাড়াতো,
না হয় সে আপন প্রজাতির অস্তিত্বতো রক্ষা করতো।
কোন মানসিকতায় সাজা দিলে?করলে তারে ক্ষত,
আজ সাজা দিলে ফুলে,কাল প্রজাপতি এই ভাবে চলবে আর কত!
আজ করলে তুমি,কাল তোমার ছেলে,
এই শিক্ষা কি এ জীবনে দিয়ে যাবে ঢেলে?

রচনাকাল –
নিজ বাসভবন,
09/07/2017,
সকাল -09:32,

মন্তব্য করুন